আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪০

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৪০
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নিকোলাস মাদুরোকে অপহরণের লক্ষ্যে ভেনেজুয়েলায় চালানো মার্কিন সামরিক হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার মাটিতে নামার আগে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে ব্যাপক আকারে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে দেড় শতাধিক মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই মাদুরোর অবস্থানে হামলা চালায়।’

নিহতের সংখ্যা কিংবা অভিযানের বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন