আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান

ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তাদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করেছে।

এরআগে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন