আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন
হামাসকে হত্যার হুমকি ট্রাম্পের
ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি হামাস গাজায় কথিত ইসরাইলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখে, তাহলে তাদের ওপর হামলার অনুমোদন দেবেন তিনি। বৃহস্পতিবার তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি একথা বলেন। খবর আল জাজিরার।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায়, যা চুক্তিতে ছিল না, তাহলে সেখানে গিয়ে তাদের হত্যা করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’

বিজ্ঞাপন

পরে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় ট্রাম্প স্পষ্ট করে বলেন, মার্কিন বাহিনী গাজায় প্রবেশ করবে না।

ট্রাম্প বলেন, ‘এটা আমরা করব না। আমাদের সেটা করারও প্রয়োজন হবে না। এমন লোক আছে, খুব কাছেই আছে, যারা গিয়ে কাজটা সহজেই করে ফেলবে, আমাদের তত্ত্বাবধানে।’ তিনি যদিও কোনো দেশের নাম বলেননি, তার ইঙ্গিত স্পষ্টতই ছিল ইসরাইলের দিকেই।

এই হুমকির মাধ্যমে ট্রাম্প সম্ভবত নিজের অবস্থান পাল্টালেন। এর আগে সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই। গত মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওরা কয়েকটা ভয়ংকর গ্যাং নির্মূল করেছে, খুবই খারাপ লোক ছিল তারা। তাদের মেরে ফেলেছে, আর সত্যি বলতে, এতে আমি তেমন বিরক্ত হইনি। এটা ঠিক আছে।’

গাজায় হামাস ও সশস্ত্র গোত্রের সদস্যদের মধ্যে মারাত্মক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব সশস্ত্র গোত্রীয় সদস্যদের বিরুদ্ধে মানবিক সাহায্য লুটপাট এবং ইসরাইলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন