আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে নতুন তেল ও গ্যাসের মজুত আবিষ্কার

আমার দেশ অনলাইন

পাকিস্তানে নতুন তেল ও গ্যাসের মজুত আবিষ্কার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি (ওজিডিসিএল)। কোম্পানির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, নতুন খনিগুলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বিজ্ঞাপন

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেওয়া এক নোটিশে ওজিডিসিএল জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার ‘বারাগজাই এক্স-০১’ অনুসন্ধানী কূপ থেকে প্রতিদিন আনুমানিক ৩,১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। ইতিমধ্যেই এই এলাকায় আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন করা হচ্ছে।

ওজিডিসিএল এক বিবৃতিতে বলেছে, “নতুন আবিষ্কার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে সাহায্য করবে এবং পাকিস্তানের হাইড্রোকার্বন রিজার্ভ আরও বাড়াবে। বারাগজাই খনিগুলো থেকে নতুন মজুতের সহায়তায় এখন প্রতিদিন আনুমানিক ৯,৪৮০ ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে, যা দেশের মোট অপরিশোধিত তেল উৎপাদনের প্রায় ১৪.৫ শতাংশ।”

বর্তমানে পাকিস্তান প্রতিদিন প্রায় ৬৬,০০০ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে।

প্রসঙ্গত, পাকিস্তান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে নিজের অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বাড়াতে এবং ব্যয়বহুল আমদানির ওপর নির্ভরতা কমাতে প্রচেষ্টা জোরদার করছে। গত বছর সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর খনির জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পাঁচটি তেল ও গ্যাস অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন