আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় গণহত্যা বন্ধে সকল প্রচেষ্টাকে তুরস্ক সমর্থন করে: এরদোয়ান

আমার দেশ অনলাইন

গাজায় গণহত্যা বন্ধে সকল প্রচেষ্টাকে তুরস্ক সমর্থন করে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের যেকোনো উদ্যোগে তুরস্ক পূর্ণ সমর্থন জানায়। তিনি বলেন, “দুই বছর ধরে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে যে কোনো প্রকল্প বা চুক্তিকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি।”

শনিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গতকাল কৃষ্ণ সাগর তীরবর্তী শহর রাইজে এক ভাষণে এরদোয়ান বলেন, “গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রক্রিয়ায় তুরস্ক নীতিগত ও ন্যায্য অবস্থান প্রদর্শন করেছে।”

তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে ইসরাইল ও হামাসের মধ্যে সম্ভাব্য নতুন যুদ্ধবিরতি গাজা ও অন্যান্য ফিলিস্তিনি অঞ্চলে স্থায়ী শান্তি, প্রশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, “ফিলিস্তিনি ভাইবোনেরা, বিশেষ করে হামাস, শান্তির জন্য প্রস্তুত বলে ইতোমধ্যেই প্রমাণ করেছে।”

এরদোয়ান ইসরাইলি সরকারকে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “এখন ইসরাইলকে তার প্রতিশ্রুতিতে অবিচল থাকতে হবে এবং অঞ্চল ও এর জনগণের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আগ্রাসী নীতিমালা পরিত্যাগ করতে হবে।”

তুর্কি প্রেসিডেন্ট আরও জোর দিয়ে বলেন, তুরস্ক গাজা ও ফিলিস্তিনি জনগণের মানবিক সহায়তা, শান্তি ও স্বাধীনতার সংগ্রামে পাশে থাকবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান বজায় রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন