আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিনি ১ দিনের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

তিনি ১ দিনের প্রধানমন্ত্রী
থাইল্যান্ড

এক দিনের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন থাই নেতা সুরিয়া জুংরুংরুয়াংকিত (৭০)।

বুধবার শুধুমাত্র এক দিনের জন্য এই দায়িত্ব পালন করবেন এই থাই নেতা।

বিজ্ঞাপন

এএফপির প্রতিবেদনে সূত্রে জানা যায়, ফোনালাপ ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্ন সিনাওয়াত্রা সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তাকে বরখাস্তের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীত্ব পেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত।

যোগাযোগমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুংরুংরুয়াংকিত অস্থায়ী প্রধানমন্ত্রীর কর্মদিবস শুরু করেন রাজধানী ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে। ওই অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় স্থাপনের ৯৩তম বার্ষিকী উদযাপন করা হয়।

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে আছেন সুরিয়া।

তিনি জানান, তার কাছে সবচেয়ে জরুরি বিষয় হলো 'একটি কাগজে সই করা', যার মাধ্যমে বৃহস্পতিবার তার উত্তরসূরির কাছে যথাযথভাবে তিনি ক্ষমতা হস্তান্তর করতে পারবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...