আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রবাসী ইরানিদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ইরানে দমন-পীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রবাসী ইরানিদের বিক্ষোভ

ইরানের সরকারবিরোধী আন্দোলন দমন ও প্রাণঘাতী সহিংসতার প্রতিবাদে এবং বিক্ষোভকারীদের প্রতি সংহতি দেখানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রোববার বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এএফপি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেসে কয়েক হাজার মানুষ মিছিল করেছেন। আর নিউইয়র্কে কয়েকশ মানুষ সমাবেশে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়েছিলেন, যেখানে লেখা ছিল—‘নতুন হলোকাস্ট’, ‘চলমান গণহত্যা’ এবং ইরানি সরকারের ‘সন্ত্রাস’ বন্ধের আহ্বান। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভে অংশ নেওয়া পেরি ফারাজ বলেন, তার ছোট চাচাতো ভাই চলতি সপ্তাহে ইরানে বিক্ষোভের সময় নিহত হয়েছেন, যা তার জন্য অত্যন্ত ভয়াবহ।

ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। ইরানের ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া যোগাযোগ ব্ল্যাকআউট ও নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযান অনেকটাই আন্দোলন স্তিমিত করেছে। মানবাধিকার সংস্থা ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর হাতে ৩ হাজার ৪২৮ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য যাচাই করেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

বিক্ষোভে অংশ নেওয়া আলি পারভানেহ বলেন, “জনগণের ওপর এই নির্বিচার হত্যাকাণ্ড ভীষণভাবে কষ্টদায়ক।” অনেক বিক্ষোভকারী ‘মেক ইরান গ্রেট এগেইন’ লেখা প্ল্যাকার্ড বহন করতেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চান। কেউ কেউ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার দাবি তুলেছেন।

লস অ্যাঞ্জেলেসের বিক্ষোভে অনেকেই ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির ছেলে রেজা পাহলভির সমর্থনে স্লোগান দেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পাহলভির সমর্থন মূলত বিদেশে সীমাবদ্ধ এবং ইরানের ভেতরে তার রাজনৈতিক প্রভাব নেই।

এই বিক্ষোভের মাধ্যমে প্রবাসী ইরানিরা তাদের দমনে আক্রান্ত দেশের পরিস্থিতির বিরুদ্ধে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছেন, তবে ইরানের ভবিষ্যৎ সিদ্ধান্ত দেশের ভেতরে থাকা জনগণের হাতে নির্ভর করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...