আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আশ্রয়প্রার্থীদের জন্য দুঃসংবাদ

অভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্য

আমার দেশ অনলাইন

অভিবাসন নীতি কঠোর করছে যুক্তরাজ্য
ছবি: বিবিসি

যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থনার নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন, এখন থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার আগে আশ্রয়প্রার্থীদের ২০ বছর অপেক্ষা করতে হবে। খবর বিবিসির

এই পরিকল্পনার অধীনে আশ্রয়প্রাপ্ত ব্যক্তিদের কেবল সাময়িকভাবে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়া হবে। তাদের বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হবে এবং যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হবে।

বিজ্ঞাপন

বর্তমানে শরণার্থী হিসেবে মর্যাদা পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয়, এরপর আশ্রয়প্রার্থীরা অনির্দিষ্টকালের জন্য থাকার আবেদন করতে পারেন।

নতুন নিয়মে স্বরাষ্ট্রমন্ত্রণালয় প্রাথমিক সময়কাল পাঁচ বছর থেকে কমিয়ে আড়াই বছর করতে চাইছে। এরপর শরণার্থী মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে।

তবে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের আবেদন করার জন্য যে সময় লাগবে তা উল্লেখযোগ্যভাবে পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার পরিকল্পনা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শাবানা মাহমুদ সংবাদমাধ্যম সানডে টাইমসকে বলেন, ‘সংস্কারগুলো লোকজনকে এটা বলার জন্য তৈরি করা হয়েছে যে অবৈধ অভিবাসী হিসেবে এই দেশে এসো না, নৌকায় চড়ো না।’

তিনি আরো বলেন, ‘অবৈধ অভিবাসন আমাদের দেশকে বিভক্ত করছে। দেশকে ঐক্যবদ্ধ করা সরকারের কাজ। আমরা যদি এটি সমাধান না করি, তাহলে আমার মনে হয় দেশ আরো বিভক্ত হয়ে পড়বে।’

অভিবাসন নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সরকার।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...