আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পকে ‘সম্মানজনক’ সম্পর্কের আহ্বান জানালেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

ট্রাম্পকে ‘সম্মানজনক’ সম্পর্কের আহ্বান জানালেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক” সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এক দিন আগে মার্কিন বাহিনী কারাকাসে হামলা চালিয়ে বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার পর রোববার তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা রদ্রিগেজ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, “যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্কের দিকে অগ্রসর হওয়াকে আমরা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও বলেন, “আমরা যুক্তরাষ্ট্র সরকারকে যৌথ উন্নয়নমুখী সহযোগিতার একটি এজেন্ডা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...