গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণ হলে পুতিন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠবেন, আর এই আক্রমণের মধ্যে দিয়ে ন্যাটের মৃত্যু ঘণ্টা বেজে উঠবে। রোববার এক সংবাদপত্রের সাক্ষাৎকারে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এমনটি জানিয়েছেন। খবর রয়টার্সের।
সানচেজ বলেন, ডেনমার্কের বিশাল আর্কটিক দ্বীপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপ ন্যাটোর ক্ষতি করবে এবং এর পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে বৈধতা দেবে।
তিনি লা ভ্যানগার্ডিয়া সংবাদপত্রে এক সাক্ষাৎকারে বলেন, ‘যদি আমরা গ্রিনল্যান্ডের দিকে লক্ষ্য করি, তাহলে আমাকে বলতে হবে যে, ওই অঞ্চলে মার্কিন আক্রমণ ভ্লাদিমির পুতিনকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ করে তুলবে। কেন? কারণ এটি ইউক্রেনে তার আক্রমণের প্রচেষ্টাকে বৈধতা দেবে।’
তিনি আরো বলেন, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগ করে, তাহলে তা ন্যাটোর জন্য মৃত্যুঘণ্টা হবে। তখন পুতিন দ্বিগুণ খুশি হবেন।’
এর আগে, শনিবার গ্রিনল্যান্ডের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করে ইউরোপীয় মিত্রদের উপর শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি জানিয়েছেন, যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে অনুমতি পায় ততক্ষণ শুল্ক অব্যাহত থাকবে।
ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে, ট্রাম্প বলেছেন যে ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড এবং গ্রেট ব্রিটেনের পণ্যের উপর অতিরিক্ত ১০ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে।
ট্রাম্প লিখেছেন, ১ জুন থেকে এই শুল্ক ২৫ শতাংশে বৃদ্ধি পাবে এবং গ্রিনল্যান্ড কেনার জন্য আমেরিকার একটি চুক্তি না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
ট্রাম্প বারবার জোর দিয়ে বলেছেন যে তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া আর কিছুতেই রাজি হবেন না। ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা জোর দিয়ে বলেছেন যে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইউরোপের উচিত নয় তাদের বাবাকে উস্কে দেওয়া: রাশিয়া
ট্রাম্পের শুল্ক রাজনীতির বিপরীতে ইইউ–দক্ষিণ আমেরিকার জোট
ট্রাম্পের শান্তি বোর্ডে স্থায়ী সদস্য হতে লাগবে এক বিলিয়ন ডলার