যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল কলম্বিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১২: ৫৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে কলম্বিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত ড্যানিয়েল গার্সিয়া পেনা ওয়াশিংটন থেকে বোগোটায় ফিরে এসেছেন। কলম্বিয়াকে আর্থিক সহায়তা বন্ধ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া হুমকির পর এমন পদক্ষেপ নিলো কলম্বিয়া। খবর আল জাজিরার

গত রোববার ট্রাম্প রোববার জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র কলম্বিয়াকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করা হচ্ছে। কারণ হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে বিরুদ্ধে মাদক উৎপাদনে সমর্থন দেয়ার অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি পেট্রোকে ‘অবৈধ মাদক নেতা’ বলে অভিহিত করেন।

বিজ্ঞাপন

ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন ‘আজ থেকে কলম্বিয়াকে এই অর্থ প্রদান বা অন্য কোনো ধরণের অর্থ প্রদান বা ভর্তুকি দেয়া হবে না।’

তিনি আরো বলেন, পেট্রো ‘মাদকের ব্যাপক উৎপাদনকে জোরালোভাবে উৎসাহিত করেছেন।’

জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই পেট্রোর সাথে মতবিরোধ দেখা দেয়। তবে সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্পের মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে তাদের প্রকাশ্য দ্বন্দ্ব তীব্রতর হয়েছে।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত