আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, বিপাকে পাকিস্তানি ট্রাক চালকরা

আমার দেশ অনলাইন

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ, বিপাকে পাকিস্তানি ট্রাক চালকরা
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে অনিশ্চিত পরিস্থিতির মুখে পড়েছেন আফগানিস্তানে পণ্য পরিবহনকারী পাকিস্তানি ট্রাক চালকরা। সীমান্ত ক্রসিংয়ে আটকা পড়েছে শত শত যানবাহন। রপ্তানিকারক ও লজিস্টিক অপারেটররা জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়ার ফলে আঞ্চলিক পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

রপ্তানিকারক ও লজিস্টিক অপারেটররা আরো জানিয়েছেন, আটকে পড়া অনেক চালকের নগদ অর্থ শেষ হয়ে গেছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

পাকিস্তান-আফগানিস্তান জয়েন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জুনায়েদ মাকদা দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছেন, আফগানিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার বাজারের জন্য চালান সীমান্তে আটকে থাকার কারণে কিন্নো ফল রপ্তানিকারক, পরিবহনকারী এবং লজিস্টিক সংস্থাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর গত ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিং বন্ধ রয়েছে- যা ২০২১ সালে তালেবানদের কাবুল দখলের পর সবচেয়ে ভয়াবহ লড়াই।

গত বছর পাকিস্তান ১১০ মিলিয়ন ডলার মূল্যের কিন্নু রপ্তানি করেছিল, এই বছরের অনুমান ১০০ মিলিয়ন ডলার। মাকদা বলেন, রপ্তানিকারকরা আঞ্চলিক বাজারে চালান পাঠাতে পারছেন না, যার ফলে কৃষক, সরবরাহ-শৃঙ্খলা কর্মী এবং রপ্তানিকারকরা তীব্র চাপের মধ্যে পড়েছেন।

তিনি বলেন, দ্বিপক্ষীয়, ট্রানজিট এবং মধ্য এশীয় পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার পাকিস্তানজুড়ে আটকে আছে, যার মধ্যে আফগানিস্তান এবং উজবেকিস্তানের দিকে যাওয়ার চালানও রয়েছে। তিনি আরো বলেন, পরিবহনকারী এবং ক্লিয়ারিং এজেন্টদের প্রতি কন্টেইনারে দৈনিক ১৫০ থেকে ২০০ ডলার পর্যন্ত ডেমারেজ চার্জ দিতে হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...