ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে আইনপ্রণেতারা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৪: ৩১
ছবি সংগৃহীত

ইসরাইলজুড়ে বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সোমবার সংবাদ মাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, দেশটির মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ক্ষেপণাস্ত্র হামলার জেরে তেলআবিব, হাইফা, নাহারিয়া, হিলাসহ বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বাজানো হয়। সোমবার হোম ফ্রন্ট কমান্ডের সতর্কতার পর সংসদ সদস্যদের জরুরি বৈঠক ব্যাহত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ইসরাইলের সেনাবাহিনী আইডিএফ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

সতর্ক সঙ্কেত পেলেই জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। দক্ষিণাঞ্চলীয় আশদোদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

জেরুজালেমের কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।

এদিকে, ইরানের মধ্যাঞ্চলে ইসরাইলের হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর কমপক্ষে ১০ সদস্য নিহত হয়েছেন। সংবাদ সংস্থা তাসনিম এর বরাত দিয়ে আল জাজিরা জানায়, রোববার ইয়াজদ প্রদেশে হামলায় নিহত হন তারা।

এছাড়া, সোমবার ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী আইডিএফ। তারা বলছে, পশ্চিম, পূর্ব এবং মধ্য ইরানের কমপক্ষে ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে তাদের হিব্রু অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইল আরও জানিয়েছে যে তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত