আমার দেশ অনলাইন
পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার সমতূল্য। ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ভোটের নিন্দা জানিয়ে বলা হয়, ‘ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণে নেসেটের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে’।
এতে আরো বলা হয়, ‘জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিন একটি অখণ্ড ভূমি, এর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’
মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটির পক্ষে ২৫ টি আর বিপক্ষে পড়ে ২৪ টি ভোট। এটি আইন হিসেবে কার্যকর হতে আরো তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন।
আরএ
পশ্চিম তীরে ইসরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার সমতূল্য। ইসরাইলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ভোটের নিন্দা জানিয়ে বলা হয়, ‘ফিলিস্তিনি ভূমি অধিগ্রহণে নেসেটের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে’।
এতে আরো বলা হয়, ‘জেরুজালেম ও গাজা উপত্যকাসহ পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিন একটি অখণ্ড ভূমি, এর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই।’
মঙ্গলবার ১২০ আসনের পার্লামেন্টে প্রথম ধাপে বিলটির পক্ষে ২৫ টি আর বিপক্ষে পড়ে ২৪ টি ভোট। এটি আইন হিসেবে কার্যকর হতে আরো তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোটসঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন।
আরএ
চিঠিতে গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের আচরণের জবাবদিহির দাবি জানানো হয়। এতে বলা হয়, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, হলোকাস্টের পর সব মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও সংরক্ষণের জন্য অনেক আইন, সনদ ও চুক্তি করা হয়েছে। এসব নিরাপত্তাব্যবস্থা অবিরাম ভেঙে চলছে ইসরাইল।’
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক অলিম্পিক কমিটির কড়া চাপেও ইসরায়েলি জিমন্যাস্টদের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণে জন্য ভিসা দেয়নি ইন্দোনেশিয়া। দেশটির ক্রীড়ামন্ত্রী এরিক থোহির জানিয়েছেন, এই সিদ্ধান্ত জনশৃঙ্খলা ও জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেসুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন জানান, ইউক্রেনকে সর্বোচ্চ ১৫০টি নিজস্বভাবে তৈরি পঞ্চম প্রজন্মের গ্রিপেন যুদ্ধবিমান সরবরাহ করতে পারে সুইডেন। দুই দেশ ইতিমধ্যে এই বিষয়ে একটি ‘লেটার অব ইনটেন্ট’ বা ‘ইচ্ছাপত্রে’ সই করেছে দেশটি।
৩ ঘণ্টা আগেআয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী সহিংস বিক্ষোভে গ্রেপ্তার হয়েছেন ২৩ জন। বুধবার দেশটির রাজধানী ডাবলিনে আশ্রয়প্রার্থীদের আবাসস্থল সিটিওয়েস্ট হোটেলের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য আতশবাজি ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করে।
৩ ঘণ্টা আগে