অন্ধকারে আলো হবে নিউইয়র্ক: বিজয় ভাষণে মামদানি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১: ২১
ছবি: বিবিসি

নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। জয়ে নিশ্চিত হওয়ার পর দেয়া মামদানি বলেন, অন্ধকারের এই সময়ে নিউইয়র্ক বয়ে আনবে ‘আলো’। খবর বিবিসির।

৩০ মিনিটেরও কম সময়ের ভাষণে, মামদানি নির্বাচনী প্রচারণার সময় দেয়া প্রতিশ্রুতিগুলো আবার তুলে ধরেন। তিনি বিনামূল্যে বাসসেবা, সর্বজনীন শিশু যত্ন এবং নিউইয়র্ক সিটিকে আরো সাশ্রয়ী করে তুলতে ক্রমবর্ধমান বাড়ি ভাড়ার লাগাম টানার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেন।

বিজ্ঞাপন

তিনি জনতার উদ্দেশ্যে তার আশার বার্তা ছড়িয়ে দেন। বলেন ‘অন্ধকারের এই মুহূর্তে, নিউইয়র্ক আলো হবে।’

তিনি সকল নিউইয়র্কবাসীর জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তাকে ভোট দেননি তাদেরও মেয়র হবেন বলে জানান তিনি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত