আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প

আমার দেশ অনলাইন

গাজা যুদ্ধ শেষ: ট্রাম্প
ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক হয়ে উঠবে। ইসরাইল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় জিম্মিদের মুক্তির জন্য ইসরাইল যাওয়ার আগে তিনি একথা বলেন। খবর বিবিসির

তিনি বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে এবং গাজার জন্য দ্রুত একটি ‘শান্তি বোর্ড’ গঠন করা হবে।

বিজ্ঞাপন

তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকারও প্রশংসা করেন।

যুদ্ধবিরতি বহাল থাকবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি বহাল থাকবে। সবাই খুশি এবং আমি মনে করি এটি এভাবেই থাকবে।’

শান্তি প্রতিষ্ঠায় তার দক্ষতা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধ বন্ধে ভালো। আমি শান্তি স্থাপনেও ভালো।’

গাজা সফরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করেন আগামী কয়েক দশক ধরে গাজায় ‘অলৌকিক ঘটনা’ হবে।

তিনি আরো বলেন, এই অঞ্চলটি শিগগিরই স্বাভাবিক হয়ে উঠবে এবং গাজার শাসনব্যবস্থা তত্ত্বাবধানের জন্য একটি পরিকল্পিত তত্ত্বাবধায়ক সংস্থা (শান্তি বোর্ড) খুব দ্রুতই প্রতিষ্ঠা করা হবে।

হামাসের হাতে আটক থাকা সকল জিম্মিকে স্থানীয় সময় দুপুরে মুক্তি দেয়ার কথা রয়েছে। আজ (সোমবার) ইসরাইল থেকে গাজা যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরে যাবেন ট্রাম্প।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

তারপর থেকে গাজায় ইসরাইলের সামরিক হামলায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ট্রাম্পের মধ্যস্থতায় ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরাইল এবং হামাস সম্মত হওয়ার পর শুক্রবার সকালে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন