ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেশ কিছুদিন ধরেই হামলা চালানোর ঘোষণা দিয়ে আসছিলেন ট্রাম্প। শনিবার ভেনেজুয়েলায় হামলা চালানোর আগে বেশ কয়েকটি তথাকথিত মাদক বোঝাই নৌকা আক্রমণের কথা বলে ভেনেজুয়েলার নৌকাগুলোতে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র।
অন্যদিকে ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, এমনকি তিনি নিজেকে ২০২৫ সালে যুদ্ধ থামানের জন্য শান্তিতে নোবেল পাওয়ারও যোগ্য মনে করেছেন। ট্রাম্প তার নির্বাচনি প্রতিশ্রুতিতে কী বলেছেন আর তিনি করছেন?
প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে প্রচারণার সময় ‘আমেরিকা প্রথমে’ রাখার এবং বিদেশী সংঘাতে মার্কিন সম্পৃক্ততা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসময় মধ্যপ্রাচ্যে থাকা অনেক আমেরিকানের কাছ থেকেও ব্যাপক সমর্থন অর্জন করেছিলেন ট্রাম্প।
এক প্রেসিডেন্টশিয়াল বিতর্কে, ট্রাম্প ২০০১ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ৯/১১ সন্ত্রাসী হামলার পরিণতি মোকাবেলায় প্রাক্তন বুশ প্রশাসনকে ব্যর্থতার জন্য অভিযুক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে ‘ইরাক যুদ্ধ একটি বড় ভুল ... আমরা দুই ট্রিলিয়ন ডলার ব্যয় করেছি, হাজার হাজার জীবন হারিয়েছি।’
২০২৫ সালের জানুয়ারিতে তার দ্বিতীয় মেয়াদের শুরুতে, ট্রাম্প চলমান বিশ্বব্যাপী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি তার উদ্বোধনী ভাষণে বলেছিলেন যে, তার সাফল্য বিচার করা হবে- জয়লাভ করা যুদ্ধ কিংবা যুদ্ধে ইতি টানার মধ্যেই নয় বরং যে যুদ্ধগুলিতে আমরা কখনোই জড়াই না তার দ্বারাও।"
যুক্তরাষ্ট্রভিত্তিক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্টের গ্লোবাল সাউথের প্রধান সারাং শিডোর বলেন, ট্রাম্প নিঃসন্দেহে এই বছর বিশ্বজুড়ে কিছু সংঘাত থামানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছেন, তবে তার প্রচেষ্টায় ‘বিশ্বব্যাপী সংঘাতের ক্ষেত্রে সাধারণত প্রয়োজনীয় সূক্ষ্ম, টেকসই, পর্দার আড়ালে থাকা কূটনীতির অভাব রয়েছে।’
তদুপরি, বিশেষ করে দক্ষিণ আমেরিকায়, ট্রাম্প বিংশ শতাব্দীর সেই পুরনো দিনে ফিরে যাচ্ছেন বলে মনে হচ্ছে, যখন মার্কিন হস্তক্ষেপ ব্রাজিল থেকে বলিভিয়া পর্যন্ত একাধিক সরকারকে উৎখাত করেছিল।
শিডোর বলেন, ‘ল্যাটিন আমেরিকায় ওয়াশিংটনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কর্মকাণ্ড এবং নাইজেরিয়া ও সোমালিয়ায় হামলা আংশিকভাবে পারফর্মিং কর্মকাণ্ড যা বিদেশী নীতির অভ্যন্তরীণ চালিকাশক্তির উপর নিহিত।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলায় হা'ম'লা চালিয়েছে যুক্তরাষ্ট্র, স্ত্রীসহ মাদুরো আ'ট'ক : ট্রাম্প
ভেনেজুয়েলার সম্ভাব্য শরণার্থীদের সহায়তা দিতে প্রস্তুত কলম্বিয়া