আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের খবর বানোয়াট: হামাস

আমার দেশ অনলাইন
অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমের খবর বানোয়াট: হামাস
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে বানোয়াট বলছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। রোববার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

এরআগে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি ফিলিস্তিনি-মিশরীয় কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে এক বিবৃতিতে হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই বলেছেন, ‘যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত বানোয়াট অভিযোগ আমরা স্পষ্টভাবে অস্বীকার করছি।’

হামাসের অবস্থান বিকৃত করা এবং জনমতকে বিভ্রান্ত করার লক্ষ্যে ভিত্তিহীন প্রতিবেদনগুলো করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মারদাউই তথ্য যাচাই করার এবং বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করার আহ্বানও জানিয়েছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যাচাই না করে কোনো তথ্য যাতে তারা প্রকাশ না করে।

ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে বন্দি বিনিময় চুক্তির বিস্তারিত আলোচনার জন্য আজ (সোমবার) মিশরে হামাস এবং ইসরাইলের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন। যার মধ্যে রয়েছে ইসরাইলি বন্দি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ। হামাস নীতিগতভাবে এই পরিকল্পনায় সম্মত হয়েছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য মিশরে আলোচনা হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরিইলি সেনাবাহিনী গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অবিরাম বোমাবর্ষণের ফলে উপত্যকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং অনাহার এবং রোগ ছড়িয়ে পড়ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন