তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বুধবার গাজার ইসরাইলি হামলার সময় যানবাহনে আটকে পড়ে নিহত ৬ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের পরিবার ও আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বিষয়টি জানিয়েছে।
আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে এরদোগান ওই পরিবারের সদস্যদের বিশেষ করে শিশুদের প্রতি মনোযোগ দেখিয়েছেন। ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানায় উপস্থিত হতে না পারা আত্মীয়দের সঙ্গে ভিডিও কলেও তিনি যোগাযোগ করেছেন।
দেশটির সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসয়ও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে হিন্দ রাজাবের পরিবারের সদস্যরা “দ্য ভয়েস অফ হিন্দ রাজাব” নামের একটি চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। চলচ্চিত্রটি হিন্দ রাজাবের জীবনের গল্প তুলে ধরে এবং প্রদর্শনীটি তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা হয়েছিল।
হিন্দ রাজাবের মৃত্যু আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে, কারণ গাজায় ইসরাইলের চলমান সামরিক অভিযান চলাকালীন ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতি ঘটেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

