আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলার সম্ভাব্য শরণার্থীদের সহায়তা দিতে প্রস্তুত কলম্বিয়া

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার সম্ভাব্য শরণার্থীদের সহায়তা দিতে প্রস্তুত কলম্বিয়া
ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার সঙ্গে সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে কলম্বিয়ার জননিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এছাড়া তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি বলেন, ভেনেজুয়েলার সম্ভাব্য শরণার্থীদের সবধরনের সহয়তা দিতে প্রস্তুত কলম্বিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কলম্বিয়ার স্থানীয় সময় ভোর ৩টায় (০৮:০০ জিএমটি) শুরু হওয়া জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পেত্রো জানান, সম্ভাব্য শরণার্থীদের ব্যাপক স্রোত মোকাবিলায় কলম্বিয়া তার সব ধরনের মানবিক ও সহায়তা সক্ষমতা প্রস্তুত রাখছে। একই সঙ্গে ভেনেজুয়েলায় অবস্থিত কলম্বিয়ার দূতাবাস সক্রিয় রয়েছে এবং সেখানে অবস্থানরত কলম্বিয়ান নাগরিকদের সহায়তা প্রদান করছে।

তিনি আরো বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে কলম্বিয়া ইতোমধ্যে অংশীদার দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে, যাতে কাউন্সিল আহ্বানের উদ্যোগকে সমর্থন দেওয়া যায়। পোস্টে পেট্রো স্পষ্ট করে বলেন, ‘কলম্বিয়া সরকার ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং ল্যাটিন আমেরিকার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রত্যাখ্যান করে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...