
আমার দেশ অনলাইন

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ সন্ত্রাসী তালিকা থেকে তার নাম তুলে নেয়। আগামী সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন শারা। এরআগেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
এরআগে আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।
আহমেদ আল-শারা এক সময় আল-কায়েদার সঙ্গে যুক্ত হায়াত আল-শামের নেতা নিলেন। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হায়াত আল-শামকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।
গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেন আহমেদ আল-শারা।
গত মে মাসে সৌদি আরবে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রথমবারের মতো আল-শারার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আসাদ শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেদাজ্ঞার তালিকা থেকে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। আর চীন ভোটদানে বিরত ছিল।
সিরিয়ার ওপর থেকে নিষেদাজ্ঞা তুলে নিতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
আরএ

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ সন্ত্রাসী তালিকা থেকে তার নাম তুলে নেয়। আগামী সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন শারা। এরআগেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
এরআগে আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ।
আহমেদ আল-শারা এক সময় আল-কায়েদার সঙ্গে যুক্ত হায়াত আল-শামের নেতা নিলেন। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। গত জুলাইয়ে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে হায়াত আল-শামকে বাদ দেয় যুক্তরাষ্ট্র।
গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটিয়ে ক্ষমতা দখল করেন আহমেদ আল-শারা।
গত মে মাসে সৌদি আরবে এক শীর্ষ সম্মেলনে ট্রাম্প প্রথমবারের মতো আল-শারার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি আসাদ শাসনামলে সিরিয়ার ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন।
গত বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তাদেরকে নিষেদাজ্ঞার তালিকা থেকে বাদ দিতে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটিতে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য পক্ষে ভোট দেয়। আর চীন ভোটদানে বিরত ছিল।
সিরিয়ার ওপর থেকে নিষেদাজ্ঞা তুলে নিতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
আরএ

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পরও গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের কাজ চলছে। নতুন করে আরও মৃতদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলমুতালিব হাক্কানি জানিয়েছেন, গত ১৫ দিনে পাকিস্তান থেকে ২৪ হাজার ৭৮৭টি পরিবার, ইরান থেকে ১ হাজার ২৫১টি পরিবার এবং তুরস্ক থেকে ৬টি পরিবার ফিরে এসেছে।
১ ঘণ্টা আগে
‘মার্কিন ইতিহাসের বৃহত্তম জিওফেন্সিং প্রচারণা’ হিসেবে বর্ণনা করা হচ্ছে এই পরিকল্পনাকে। এই পরিকল্পনায় উপাসনার সময় ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নেভাদা এবং কলোরাডোতে গির্জার পরিধি ম্যাপ করে, অংশগ্রহণকারীদের সনাক্ত করা হবে। পরবর্তীতে ইসরাইলপন্থি বিজ্ঞাপনের লক্ষ্য পরিণত করা হবে এই অংশগ্রহণকারীদের।
২ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ায় ইসরাইলের রাজনৈতিক ও বিশ্লেষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরাইলি কর্মকর্তারা শুক্রবার বলেছেন, ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত মামদানির জয় ইসরাইল–যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
২ ঘণ্টা আগে