যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স ও মিনিয়াপোলিসে অবৈধ অভিবাসীদের আটক করতে অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার থেকে এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। তবে অভিযানের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিউ অরলিন্সের নতুন নির্বাচিত ডেমোক্র্যাট মেয়র হেলেনা মোরেনো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোম সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে লেখেন, ‘নিউ অরলিন্স, লুইজিয়ানা থেকে সবচেয়ে খারাপ মানুষদের সরিয়ে দেয়া হবে।’ সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেডারেল আইন উপেক্ষা করার অভিযোগও তোলেন তিনি।
নিউ অরলিন্সের নীতিমালা অনুযায়ী, স্থানীয় পুলিশ ও ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা সীমিত।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অরলিন্সে ন্যাশনাল গার্ড সদস্য পাঠানোর পরিকল্পনা করার কথা জানানোর একদিন পর এই পদক্ষেপ নেওয় হল। এরআগে তিনি লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ও মেমফিসেও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেন।
ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব শিগগিরিই নিউ অরলিন্স যাচ্ছি।’
এদিকে নিউ অরলিন্সের নতুন নির্বাচিত ডেমোক্র্যাট মেয়র হেলেনা মোরেনো অভিযানের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মুখোশ পরা ফেডারেল এজেন্টদের ব্যবহার জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। পরিচয়হীন কেউ লোকজনের কাছে গিয়ে তাদের ধরছে, আটক করছে-এটা সবার জন্য ঝুঁকিপূর্ণ।’
আরএ


রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি ইউরোপের ভবিষ্যত গঠন করবে: তুরস্ক
আফগানিস্তানে জাতিসংঘের ত্রাণ পাঠাতে ফের সীমান্ত খুলে দিলো পাকিস্তান