ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩০ এর প্রধান ভেন্যুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ প্যাভিলিয়নে আগুন ছড়িয়ে পড়ে। পরে দ্রুত সেখান থেকে বের হয়ে যান প্রতিনিধিরা। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক আলোচনা স্থগিত রয়েছে। খবর বিবিসির।
জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, ছয় মিনিট পর আগুন নেভানো হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা শেষ মুহূর্তে ভেন্যুটিতে আগুন লাগে। আলোচনা এখনো বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুনের সূত্রপাত ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে। বেলেমের পুলিশ এবং ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে, তা এখনো অজানা। তবে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন তারা।
তবে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তার বিশ্বাস বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কীভাবে অগ্রগতি অর্জন করা যায় সে বিষয়ে প্রায় ২০০টি দেশ একমত হওয়ার চেষ্টা করছে।
আরএ


ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪১