আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ফের হামলা চালাতে পারে ইসরাইল: ট্রাম্প

আমার দেশ অনলাইন
গাজায় ফের হামলা চালাতে পারে ইসরাইল: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হলে, গাজা উপত্যকায় ইসরাইলকে আবার সামরিক অভিযান শুরু করার অনুমোদন দেয়া হবে। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সাক্ষাতকারে তিনি বলেন, ‘হামাসকে নিয়ে যা ঘটছে, তা দ্রুতই সমাধান করা হবে।’

বিজ্ঞাপন

হামাস অস্ত্র সমর্পণে রাজি না হলে কী হবে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি কথা বলার সাথে সাথেই ইসরাইল সেই রাস্তায় ফিরে আসবে। হামাসকে নির্মূল করার ক্ষমতা ইসরাইলের আছে। আমাকে তাদের আটকে রাখতে হয়েছিল।’

ট্রাম্প বলেন, ২০ জন জীবিত ইসরাইলি জিম্মির মুক্তি সর্বোচ্চ অগ্রাধীকার। হামাসকে এখন লাশ ফিরিয়ে দেয়ার এবং নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এদিকে, ফিলিস্তিনি গোষ্ঠী বুধবার বলেছে যে তারা ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো দুই ইসরাইলি বন্দির লাশ হস্তান্তর করেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস জানিয়েছে, ‘সকল জীবিত বন্দি এবং যে সকল লাশ পৌঁছাতে সক্ষম হয়েছিল তা তারা পৌঁছে দিয়েছে।’

হামাস বলেছে অবশিষ্ট জিম্মিদের লাশ উদ্ধারের জন্য ‘উল্লেখযোগ্য চেষ্টা এবং বিশেষ সরঞ্জাম প্রয়োজন’। তারা হস্তান্তর প্রক্রিয়া শেষ করতে চায় বলেও জানায় হামাস।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন