পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১: ০১
ছবি: জিও নিউজ

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। খবর জিও নিউজের।

ট্রাম্প বলেন, পাকিস্তানের সঙ্গে করা এই চুক্তিতে দেশটির ‘বিশাল’ তেলসম্পদ যৌথভাবে উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা এখন এমন একটি তেল কোম্পানি নির্বাচন করছি, যারা এই অংশীদারিত্বে নেতৃত্ব দেবে। হয়তো একদিন তারা ভারতে তেল রপ্তানি করবে।’ তবে এই চুক্তির বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এই চুক্তিকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করছে পাকিস্তান। ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান আস্থা এবং অর্থনৈতিক সম্পর্ক গভীর করার ইঙ্গিত দেয় এই চুক্তি।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব কমার্স অ্যান্ড ট্রেড রিপ্রেজেনটেটিভের সাথে অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবের বৈঠকের সময় এই চুক্তি বিষয়ে অগ্রগতি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ এবং বাণিজ্য সচিব জাওয়াদ পলও উপস্থিত ছিলেন।

পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়, ‘এই চুক্তির উদ্দেশ্য হলো দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাজারে প্রবেশাধিকার উন্নত করা, বিনিয়োগ আকর্ষণ করা এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।’

এতে আরো বলা হয়, ‘চুক্তির অধীনে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানি পণ্য রপ্তানির ওপর শুল্ক হ্রাস করা হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হবে।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত