
আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে তুরস্কে বৈঠক করছেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আর এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, এই প্রচেষ্টা ব্যর্থ হলে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হতে পারে। খবর আল জাজিরার।
শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা আজও (রোববার) চলবে বলে আশা করা হচ্ছে। এরআগে প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। সেই চুক্তি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে তুরস্কে আলোচনা করছে দু’পক্ষ।
শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোট থেকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে বিকল্প আছে, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায়।’
খাজা মোহাম্মদ আসিফ বলেন, চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।
আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব তুরস্কে তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলোচনায় আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সংঘর্ষ শুরু হয়। ওই সময় ইসলামাবাদ অভিযোগ করে জানায়, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমনে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার।
এরপর পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।
আরএ

যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিয়ে তুরস্কে বৈঠক করছেন পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আর এর মধ্যেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, এই প্রচেষ্টা ব্যর্থ হলে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হতে পারে। খবর আল জাজিরার।
শনিবার থেকে শুরু হওয়া এই আলোচনা আজও (রোববার) চলবে বলে আশা করা হচ্ছে। এরআগে প্রতিবেশী দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। সেই চুক্তি কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে তুরস্কে আলোচনা করছে দু’পক্ষ।
শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর শিয়ালকোট থেকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে বিকল্প আছে, যদি কোনো সমঝোতা না হয়, তাহলে তাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ শুরু হবে।’
তিনি আরো বলেন, ‘কিন্তু আমি দেখেছি যে তারা শান্তি চায়।’
খাজা মোহাম্মদ আসিফ বলেন, চুক্তি হওয়ার পর গত চার থেকে পাঁচ দিনে নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয়পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে।
আফগানিস্তানের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব তুরস্কে তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলোচনায় আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের মাঝে সংঘর্ষ শুরু হয়। ওই সময় ইসলামাবাদ অভিযোগ করে জানায়, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমনে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার।
এরপর পাকিস্তান সীমান্তের ওপারে আফগানিস্তানের রাজধানী কাবুল ও পার্শ্ববর্তী আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তানের এই হামলার পর উভয়পক্ষ ভারী অস্ত্র ব্যবহার করে আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় কয়েক ডজন সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানি ঘটে।
আরএ

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য গোপন অভিযান থেকে নিজেদের উপকূল রক্ষায় সামরিক মহড়া পরিচালনা করছে ভেনেজুয়েলা। শনিবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো একথা জানান। সম্প্রতি ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।
৪২ মিনিট আগে
যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজার একটি অংশে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ। তার দাবি, চুক্তি অনুযায়ী গাজা উপত্যকার এই অংশটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
২ ঘণ্টা আগে
হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাজার আকাশে নজরদারি ড্রোন ওড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক কর্মকর্তাদের বরাতে গত শুক্রবার নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদন প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। ‘ইসলামোফোবিয়ার’ বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে