চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন।
সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর ২৫তম পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীনে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
মঙ্গলবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার প্রেসি টিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করবেন বলে কথা রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার আরআইএ নভোস্তিকে জানিয়েছেন, চীনের তিয়ানজিন শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি জানান, দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
এরআগে রোববার মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইরান। যেখানে দাবি করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শূন্য সমৃদ্ধকরণ চুক্তিতে সম্মত হওয়ার জন্য অনুরোধ করেছেন। এ প্রতিবেদনকে মানহানিকর বলে বর্ণনা করেছে ইরান।
আরএ


কূটনীতির দরজা এখনো খোলা রয়েছে: ইরানি প্রেসিডেন্ট