
আমার দেশ অনলাইন

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে অন্য দেশের ‘সরকার বদলের’ নীতি সমাপ্তি ঘটেছে। শুক্রবার বাহরাইনে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন মানামা ডায়ালগ-এর আগে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্যাবার্ড বলেন, “কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এক বিপরীতমুখী চক্রে বন্দী ছিল—শাসন পরিবর্তন, জাতি গঠন ও অন্যদের ওপর আমাদের ব্যবস্থা চাপিয়ে দেওয়া। এর ফলে অগণিত প্রাণহানি, ট্রিলিয়ন ডলার ব্যয় এবং আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।”
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এখন গণতন্ত্র রপ্তানি নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।
তিনি আরো উল্লেখ করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারের পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ওয়াশিংটন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে ভূমিকা রাখছে এবং ইরানের সঙ্গে সংঘাত প্রশমনে কাজ করছে।
হাওয়াইয়ের সাবেক কংগ্রেসওম্যান ও সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের সদস্য গ্যাবার্ড আরও বলেন, “গাজার যুদ্ধবিরতি এখনো ভঙ্গুর, আর ইরানের পারমাণবিক কর্মসূচি উদ্বেগের কারণ রয়ে গেছে। তবুও ট্রাম্প এই নতুন নীতিগত দৃষ্টিভঙ্গিতে অটল।”
বিশ্লেষকদের মতে, গ্যাবার্ডের এই মন্তব্য ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া আমেরিকার দীর্ঘ সামরিক হস্তক্ষেপ ও শাসন পরিবর্তনমূলক নীতির একটি যুগের অবসান নির্দেশ করে।

মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে অন্য দেশের ‘সরকার বদলের’ নীতি সমাপ্তি ঘটেছে। শুক্রবার বাহরাইনে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন মানামা ডায়ালগ-এর আগে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্যাবার্ড বলেন, “কয়েক দশক ধরে আমাদের পররাষ্ট্রনীতি এক বিপরীতমুখী চক্রে বন্দী ছিল—শাসন পরিবর্তন, জাতি গঠন ও অন্যদের ওপর আমাদের ব্যবস্থা চাপিয়ে দেওয়া। এর ফলে অগণিত প্রাণহানি, ট্রিলিয়ন ডলার ব্যয় এবং আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।”
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার এখন গণতন্ত্র রপ্তানি নয়, বরং অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।
তিনি আরো উল্লেখ করেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মানবাধিকার ও গণতন্ত্র প্রচারের পরিবর্তে অর্থনৈতিক সহযোগিতা ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ওয়াশিংটন গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে ভূমিকা রাখছে এবং ইরানের সঙ্গে সংঘাত প্রশমনে কাজ করছে।
হাওয়াইয়ের সাবেক কংগ্রেসওম্যান ও সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডের সদস্য গ্যাবার্ড আরও বলেন, “গাজার যুদ্ধবিরতি এখনো ভঙ্গুর, আর ইরানের পারমাণবিক কর্মসূচি উদ্বেগের কারণ রয়ে গেছে। তবুও ট্রাম্প এই নতুন নীতিগত দৃষ্টিভঙ্গিতে অটল।”
বিশ্লেষকদের মতে, গ্যাবার্ডের এই মন্তব্য ২০০১ সালের সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া আমেরিকার দীর্ঘ সামরিক হস্তক্ষেপ ও শাসন পরিবর্তনমূলক নীতির একটি যুগের অবসান নির্দেশ করে।

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে পুরোনো এক বাড়ি। ভেতরে পা রাখলেই মনে হবে সময় যেন পিছিয়ে গেছে। দেয়ালে রঙিন দেয়ালচিত্র, কাচের বাক্সে সাজানো কাঠের পুতুল, মাটির পশু, টিনের গাড়ি আর আটারির মত পুরোনো ভিডিও গেম-সবকিছু মিলিয়ে এ যেন জাদুকরী সময়ভ্রমণ।
৯ মিনিট আগে
রাশিয়ার সহযোগিতায় আটটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যে ইরান ও রাশিয়া সরকারের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।
৩৫ মিনিট আগে
ইরানের দেখা দিয়েছে ভয়াবহ খরা। এরফলে রাজধানী তেহরানের বাসিন্দাদের জন্য খাওয়ার পানির প্রধান উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। তেহরানের জন্য খাওয়ার পানি সরবরাহকারী পাঁচটির মধ্যে একটি আমির কবির বাঁধে মাত্র ১৪ মিলিয়ন ঘনমিটার পানি রয়েছে, যা এর ধারণক্ষমতার মাত্র আট শতাংশ।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত মামলা যাচ্ছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে মুখোমুখি হচ্ছে ট্রাম্প প্রশাসন ও কয়েকটি অঙ্গরাজ্য ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের বৈধতা নিয়ে বুধবার শুনানি শুরু হবে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।
১ ঘণ্টা আগে