বিক্ষোভকারীদের ‘আল্লাহর শুত্রু’ হিসেবে ঘোষণা দিয়েছে ইরান সরকার। বলপ্রয়োগে বিক্ষোভ দমনের চেষ্টা করা হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া বা বিক্ষোভকারীদের সহায়তাকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।
শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহরেব’ (আল্লাহর শত্রু) বলে ঘোষণা করছে ইসরানের ইসলামি প্রজাতন্ত্র। মোহরেবদের শাস্তি মৃত্যুদণ্ড।’ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, এমনকি যারা ‘দাঙ্গাকারীদের সহায়তা করেছে’, তাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হবে।
ইরানের আইনের ১৮৬ ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতায় জড়ায়, সেই সংগঠনের লক্ষ্য সম্পর্কে জেনে যারা সহায়তা করে, তাদেরও ‘মোহরেব’ বা আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা যেতে পারে, এমনকি তারা সরাসরি সশস্ত্র কার্যক্রমে অংশ না নিলেও।
গত প্রায় দুই সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে। দিন যত গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।
তেহরানের দক্ষিণে কাহরিজাক থেকে ইরান ইন্টারন্যাশনালকে পাঠানো ফুটেজে বডি ব্যাগে বেশ কয়েকটি মৃতদেহ দেখা যাচ্ছে।
ভিডিওগুলির সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, ঘটনাস্থলে কয়েক ডজন মৃতদেহ দেখা যাচ্ছে এবং কাছাকাছি আরেকটি শিল্প শেডের মধ্যে আরও মৃতদেহ পাওয়া গেছে বলে জানা গেছে।
তাদের প্রিয়জনদের সন্ধানে কাহরিজাক পরিদর্শন করা দুই প্রত্যক্ষদর্শী ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন যে তারা সেখানে চার শািধিক মৃতদেহ দেখেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানের বিক্ষোভকারীদের সাহায্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প