আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘সময় ফুরিয়ে আসছে, পরের হামলা আরো ভয়াবহ হবে’

আমার দেশ অনলাইন

‘সময় ফুরিয়ে আসছে, পরের হামলা আরো ভয়াবহ হবে’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ২৭ জানুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। ছবি: রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৮ জানুয়ারি) ইরানকে সতর্ক করে বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে’ এবং পরবর্তী হামলা ‘অনেক খারাপ হবে।’ তেহরানকে দ্রুত চুক্তিতে আসার আহ্বান জানিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, ‘একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, নৌবহরটি ‘দ্রুত, দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য” নিয়ে এগোচ্ছে। তিনি দাবি করেন, ভেনেজুয়েলায় পাঠানো বহরের তুলনায় এটি বড় এবং এর নেতৃত্ব দিচ্ছে বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন।

বিজ্ঞাপন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নৌবহরটি প্রয়োজনে সহিংসতার আশ্রয় নিয়ে লক্ষ্য পূরণে প্রস্তুত। তিনি বলেন, ইরান দ্রুত আলোচনায় বসে ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত” চুক্তি করুক, যেখানে ‘কোনো পারমাণবিক অস্ত্র’ থাকবে না এবং তা সব পক্ষের জন্য মঙ্গলজনক হবে।

এর আগে তিনি ইরানকে উদ্দেশ করে বলেন, ‘চুক্তি করো।’ তিনি দাবি করেন, ইরান তা না করায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর মাধ্যমে দেশটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ট্রাম্প বলেন , ‘পরের হামলা আরো খারাপ হবে।’

এদিকে ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযান ও ইন্টারনেট বন্ধের ঘটনায় ট্রাম্প সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে মিশ্র সংকেত দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দুর্বল করার লক্ষ্যে জুনে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে ওয়াশিংটন সমর্থন দেয় এবং এতে যুক্ত হয়। ওই সংঘাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বড় ধরনের মার্কিন বিমান হামলার কথাও উঠে এসেছে।

এর আগের দিন মঙ্গলবার এক ভাষণে ট্রাম্প বলেন, আরেকটি মার্কিন “আর্মদা” ইরানের দিকে ভেসে যাচ্ছে এবং তিনি আশা করছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...