আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২

আমার দেশ অনলাইন

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২
ছবি: আল জাজিরা

শনিবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকই শিশু। খান ইউনিস শহরের উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে তিন শিশুসহ কমপক্ষে সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের লাশ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

গাজা সিটিতে জরুরি পরিষেবাগুলো জানিয়েছে শহরের পশ্চিমে রেমালপাড়ার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বিমান হামলায় তিন শিশুসহ কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজা সিটির দারাজপাড়ায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরাইলি বোমা হামলায় আহত হয়েছে আটজন ফিলিস্তিনি।

বিজ্ঞাপন

রোববার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইল। এর এক দিন আগে এসব হামলা চালানো হলো।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ১০ অক্টোবর থেকে গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হাতে কমপক্ষে ৫২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...