আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় বোমা বিস্ফোরণে ইসরাইলের ২ সেনা নিহত

আমার দেশ অনলাইন

গাজায় বোমা বিস্ফোরণে ইসরাইলের ২ সেনা নিহত
ছবি: টাইমস অব ইসরাইল

গাজা উপত্যকায় রাস্তায় পেতে রাখে বোমা বিস্ফোরণে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক ইসরাইলি সেনা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তারা হামলা শিকার হন বলে জানায় দেশটির সেনাবাহিনী। খবর টাইমস অব ইসরাইলের।

নিহত সেনারা হলেন ২২ বছর বয়সী ক্যাপ্টেন আমির সাদ এবং ২০ বছর বয়সী সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, খান ইউনিসে অভিযানের সময় সেনারা একটি সাঁজোয়া যানের ভিতরে ছিলেন। তখন তাদের সাঁজোয়া যানটি বোমা বিস্ফোরণের শিকার হয়।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামাস যোদ্ধারা একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে সাঁজোয়া যানের পাশে বিস্ফোরকটি পুঁতে রেখেছিল। সেনারা গাজার অভ্যন্তরে সামরিক সরঞ্জাম মেরামতের দায়িত্বে নিযুক্ত ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাবাহিনীর একটি সাঁজোয়া কর্মী বহনকারী গাড়ি চলাচলের পথে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

কিভাবে বিস্ফোরণে হলো সে বিষয়ে আরো তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

হামাস যোদ্ধারা একই এলাকায় আরো একটি বোমা পেতে রেখেছিল। তবে বিস্ফোরিত হয়নি।

টেলিগ্রামে দেওয়া পোস্টে হামলা করার কথা স্বীকার করেছে হামাস।

এদিকে, গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে আরো ৭১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪২ জন প্রাণ হারান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়া পাঁচজন ফিলিস্তিনি ইসরাইলি ড্রোন হামলায় নিহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন