তিনদিনের সফরে জাপান যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ১২: ৪৯
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনদিনের রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার জাপানে পৌঁছাবেন। জাপানের মন্ত্রিপরিষদ সচিব মিনোরু কিহারা বুধবার এ তথ্য জানিয়েছেন। এ সফরে ট্রাম্প জাপানের নতুন প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ও রাজা সম্রাট নারুহিতোর সঙ্গে বৈঠক করবেন। জাপানের কিয়োডো নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য তথ্য তুলে ধরেছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর এবারই প্রথম জাপান সফরে যাচ্ছেন ট্রাম্প। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেতৃত্বে আসার পর তাকাইচি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। সাবেক প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হন তিনি। ট্রাম্পের এই সফর জাপান ও আমেরিকার পারস্পরিক সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কিহারা। তিনি বলেন, তাকাইচির সরকার ট্রাম্পের এই সফরকে আন্তরিকভাবে স্বাগতম জানায়।

বিজ্ঞাপন

এর আগে সোমবার ট্রাম্প বলেছেন, কয়েক সপ্তাহের মধ্যে তিনি দক্ষিণ কোরিয়ায় চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ওই সময় আগামী সপ্তাহে এশিয়া ভ্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মালয়েশিয়া, জাপান এবং আরো কয়েকটি দেশে যাব।

অন্যদিকে মালয়েশিয়ায় আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর দক্ষিণ-পূর্ব এশীয় ব্লক আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে ট্রাম্প এবং তার প্রতিনিধিদলের অংশগ্রহণের কথা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত