ট্রাম্পের দাবি

আমার দেশ অনলাইন

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের কাছে। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ট্রাম্প বলেন, কেবল উত্তর কোরিয়াই নয়, রাশিয়া ও চীনও পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালেও, তারা এ বিষয়ে কিছু জানায় না।
এদিকে, ৩০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র পরীক্ষা করছে। কেবলমাত্র যুক্তরাষ্ট্রই এ কাজ করছে না। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হোক এটা আমি চাই না।’
ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।
তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।
ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।
তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।
ট্রাম্প আরো বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, ‘রাশিয়া দ্বিতীয়। চীন অনেক দূরে তৃতীয় অবস্থানে। কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে। তারা দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে।’
ট্রাম্প আরো বলেন, ‘আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কিছু করা উচিত। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পরমাণু অস্ত্র আছে।’
আরএ

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের কাছে। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ট্রাম্প বলেন, কেবল উত্তর কোরিয়াই নয়, রাশিয়া ও চীনও পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালেও, তারা এ বিষয়ে কিছু জানায় না।
এদিকে, ৩০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, ‘অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র পরীক্ষা করছে। কেবলমাত্র যুক্তরাষ্ট্রই এ কাজ করছে না। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হোক এটা আমি চাই না।’
ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।
তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।
ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।
তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।
ট্রাম্প আরো বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, ‘রাশিয়া দ্বিতীয়। চীন অনেক দূরে তৃতীয় অবস্থানে। কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে। তারা দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে।’
ট্রাম্প আরো বলেন, ‘আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কিছু করা উচিত। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পরমাণু অস্ত্র আছে।’
আরএ

পানিহাটি, টিটাগড়, ইলামবাজার ও পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার হুগলির ডানকুনিতে এসআইআর আতঙ্কে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, মৃতের নাম হাসিনা বেগম (৬০)। ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
৩৩ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়ি ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এরপর ট্রাকটি রাস্তার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় এবং নিচে থাকা কয়েকটি গাড়িকে পিষে দেয়।
৪ ঘণ্টা আগে
জরিপগুলো বলছে জোহরানের সমর্থন তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে কুমোর সমর্থন কিছুটা কমেছে। স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ানোয় কুমোর সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
৪ ঘণ্টা আগে
তিনি বলেন, তুরস্ক ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার আয়োজন করেছিল এবং ল্যান্ডমার্ক ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যস্থতাকারী হিসেবে সহায়তা করেছিল। তারা আবারো একটি বৃহত্তর বহুজাতিক শান্তিরক্ষা মিশনের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
৯ ঘণ্টা আগে