আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের দাবি

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের কাছে। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, কেবল উত্তর কোরিয়াই নয়, রাশিয়া ও চীনও পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালেও, তারা এ বিষয়ে কিছু জানায় না।

বিজ্ঞাপন

এদিকে, ৩০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র পরীক্ষা করছে। কেবলমাত্র যুক্তরাষ্ট্রই এ কাজ করছে না। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হোক এটা আমি চাই না।’

ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।

তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।

ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।

তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।

ট্রাম্প আরো বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের।

তিনি বলেন, ‘রাশিয়া দ্বিতীয়। চীন অনেক দূরে তৃতীয় অবস্থানে। কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে। তারা দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কিছু করা উচিত। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পরমাণু অস্ত্র আছে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন