আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করল আদালত

আমার দেশ অনলাইন

হার্ভার্ডের তহবিল কাটছাঁটে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করল আদালত
ছবি: বিবিসি

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ তহবিল কাঁটছাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। স্থানীয় সময় বুধবার বিচারক অ্যালিসন বুরোস এ রায় দেন। খবরবিবিসির

আদালত বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীন মত প্রকাশের অধিকার লঙ্ঘন করেছে। রায়ে বলা হয়, প্রায় ২ বিলিয়ন ডলার গবেষণা তহবিল স্থগিত করতে ট্রাম্প প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছিল তা বেআইনি।

বিজ্ঞাপন

বিচারক এই স্থগিতাদেশ শুধু বাতিলই করেননি, বরং সরকার যেন অনুদানের অর্থ আটকে না রাখে, সেই বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন।

এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় আইনি জয়। তবে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে হোয়াইট হাউজ। বিচারককে একজন ‘অ্যাকিভিস্ট’ বলে অভিহিত করেছে ট্রাম্প প্রশাসন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে নিযুক্ত হন বুরোস।

গত এপ্রিলে তহবিল স্থগিত করে ট্রাম্প প্রশাসন। হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ, উগ্রপন্থি বাম মতাদর্শ এবং জাতিগত পক্ষপাতের অভিযোগ এনেছিল প্রশাসন।

তবে বিচারক বারোজ তার রায়ে বলেন, হার্ভার্ডে ইহুদি-বিদ্বেষের উপস্থিতি থাকলেও এটি তহবিল বাতিলের আসল কারণ ছিল না। তিনি মনে করেন, সরকার নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দিতে এই ইস্যুটিকে ব্যবহার করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...