আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনিদের সংহতিতে বার্লিনে মশাল মিছিল

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনিদের সংহতিতে বার্লিনে মশাল মিছিল

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা বার্লিনের ক্রয়ৎসবার্গ এলাকার হোহেনশটাউফেন স্কয়ারে জড়ো হন। সেখান থেকে তারা লণ্ঠন ও মোমবাতি হাতে নিয়ে হালেশেস টোর সাবওয়ে স্টেশনের দিকে মিছিল করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

মিছিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং “টেররিস্ট ইসরাইল” ও “ফ্রি ফিলিস্তিন”সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা ইসরাইলকে সমর্থন দেওয়ার জন্য জার্মান সরকারের নীতির তীব্র সমালোচনা করেন।

বিক্ষোভকারীরা বলেন, গাজায় ইসরাইলের হামলায় ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, অথচ পশ্চিমা দেশগুলো নীরব ভূমিকা পালন করছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় ৭০ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং পুরো গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বার্লিনের এই মশাল মিছিল ইউরোপজুড়ে ফিলিস্তিনের পক্ষে চলমান প্রতিবাদ আন্দোলনেরই একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন