আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরিপ

ইউরোপের প্রায় অর্ধেক মানুষ ট্রাম্পকে নিজেদের জন্য ‘হুমকি’ মনে করেন

আমার দেশ অনলাইন

ইউরোপের প্রায় অর্ধেক মানুষ ট্রাম্পকে নিজেদের জন্য ‘হুমকি’ মনে করেন
জরিপটি ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং গ্রীস সহ নয়টি ইউরোপীয় দেশে পরিচালিত হয়েছিল।

সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ইউরোপের প্রায় অর্ধেক মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে "ইউরোপের শত্রু" হিসেবে দেখছেন। একই সঙ্গে অধিকাংশ ইউরোপীয় মনে করেন আগামী কয়েক বছরের মধ্যে রাশিয়ার সঙ্গে খোলামেলা যুদ্ধের ঝুঁকি “উচ্চ”।

ফ্রান্সভিত্তিক ইউরোবাজুকা সমীক্ষাটি ক্লাস্টার ১৭ এবং লে গ্রাঁ কন্তিনঁ বৃহস্পতিবার প্রকাশ করে। এতে দেখা যায়, ৪৮ শতাংশ ইউরোপীয় ট্রাম্পকে “ইউরোপের শত্রু” মনে করেন—যা গত সেপ্টেম্বরের তুলনায় চার পয়েন্ট বেশি।

বিজ্ঞাপন

সমীক্ষায় আরও জানা যায়—৫১ শতাংশ ইউরোপীয় মনে করেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ঝুঁকি “উচ্চ”। ১৮ শতাংশ মনে করেন ঝুঁকি “খুবই উচ্চ”।

এছাড়া ৬৯ শতাংশ ইউরোপীয় বিশ্বাস করেন, রাশিয়ার আক্রমণ হলে তাদের দেশ নিজেদের সামরিকভাবে রক্ষা করতে পারবে না। এই হার পর্তুগাল, ইতালি ও বেলজিয়ামে ৮০ শতাংশেরও বেশি।

চীন ও যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গে ৫৫ শতাংশ উত্তরদাতা বলেন, তাদের দেশ উভয়ের থেকে সমান দূরত্ব বজায় রাখুক—একদিকে ঝুঁকে না থাকুক।

ইউরোপীয় ইউনিয়নে থাকার সমর্থন উচ্চ অবস্থানে রয়েছে— ৭৪ শতাংশ সদস্য থাকতে চান, যেখানে ১৯ শতাংশ বেরিয়ে যেতে চান। ফ্রান্সে ইইউ-বিরোধী মনোভাব তুলনামূলক বেশি: ২৭ শতাংশ ফ্রান্সবাসী বেরিয়ে যাওয়ার পক্ষে, এবং ১২ শতাংশ সিদ্ধান্তহীন।

সমীক্ষায় আরও উঠে এসেছে, ৬৩ শতাংশ ইউরোপীয় ব্রেক্সিটকে ব্যর্থতা হিসেবে দেখছেন এবং মনে করেন এটি যুক্তরাজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

সমীক্ষাটি নয়টি ইউরোপীয় দেশে পরিচালিত হয়—ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, রোমানিয়া এবং গ্রিস।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন