মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও চুক্তির অগ্রগতি অব্যাহত রয়েছে। তবে কবে দ্বিতীয় ধাপ কার্যকর হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। বেশ কিছু মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, সম্ভবত কয়েকজন মারা গেছে।’
বুধবার রাতে দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় ধাপের অগ্রগতি খুব ভালোভাবেই এগিয়ে চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি বিদ্যমান রয়েছে। মানুষ তা বুঝতে পারে না।’
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেয়ার বিষয়টি অন্তর্ভূক্ত ছিল। এই পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাসকে বাদ দিয়ে একটি নতুন শাসন ব্যবস্থা তৈরির কথাও বলা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইলি হামলায় গাজায় ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রায় এক লাশ ৭১ হাজার মানুষ আহত হয়েছেন।
আরএ


আজ ভারতে যাচ্ছেন পুতিন, যা থাকছে