আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-পাকিস্তান

আমার দেশ অনলাইন

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-পাকিস্তান
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের চীন সফর নিয়ে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর, বাণিজ্য, বহুপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরো বলা হয়, বৃহত্তর অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য পাকিস্তান-চীন বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে দুই দেশ। উভয় পক্ষই পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী যথাযথভাবে উদ্‌যাপন করতে সম্মত হয়েছে।

দার চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিংয়ের সঙ্গে দেখা করেছেন এবং চীনা কমিউনিস্ট পার্টিকে তাদের ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের সফল আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া, চীনা নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েক্সিয়াংয়ের সঙ্গেও বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন