ট্রাম্পের দেয়া ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস এবং ইসরাইল আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। একে স্বাগত জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আল জাজিরার।
আজ (বৃহস্পতিবার) হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিকে ‘স্বাগত’ জানিয়ে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে সেনাবাহিনী জানায়, তাদের চিফ অব স্টাফ ইয়াল জামির ‘সকল বাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।’
এতে বলা হয়েছে, ‘একইসঙ্গে চিফ অব স্টাফ জিম্মিদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন, যা পেশাদারিত্বের সাথে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।’
এরআগে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, গাজায় যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার ‘প্রথম দফায়’ রাজি হয়েছে হামাস ও ইসরাইল। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস এবং ইসরাইল আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে।
আরএ


গাজায় যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছানোর কথা নিশ্চিত করল হামাস