আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১

আমার দেশ অনলাইন

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭১

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ট্রাক, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৭১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে এ দুর্ঘটনা ঘটে। হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

হেরাত পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটিতে সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

সাঈদি জানান, প্রথমে দ্রুতগামী বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। কিছুক্ষণ পরই সেটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে ট্রাকচালক, তার সহকারী ও মোটরসাইকেলের দুই আরোহী ছাড়া বাকিরা সবাই বাসযাত্রী।

এ দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, বাসের যাত্রীরা সবাই ইরানে শরণার্থী হিসেবে বসবাস করছিলেন। সম্প্রতি ইরান সরকার আফগান শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় তারা স্বদেশে ফিরছিলেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১০ লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন।

সূত্র: এএফপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন