যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার তিন দিন পর কম্বোডিয়ার ১৮ সেনাকে মুক্তি দিয়েছে থাইল্যান্ড। সীমান্ত সংঘর্ষ চলাকালে গত জুলাই থেকে তাদের আটক করা হয়। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাদের মুক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সদিচ্ছা ও আত্মবিশ্বাস বাড়াতে তাদের মুক্তি দেয়া হয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৫৫ দিন থাই হেফাজতে থাকার পর বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় সেনারা কম্বোডিয়ার মাটিতে পৌঁছায়।
জুলাই মাসে শুরু হওয়া সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও এই মাসের শুরুতে সীমান্ত সংঘর্ষ পুনরায় শুরু হয়।
এই সংঘর্ষে কমপক্ষে ১০১ জন নিহত এবং উভয় পক্ষের পাঁচ লাখের মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশী সপ্তাহান্তে আবার যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং শনিবার দুপুরে যুদ্ধবিরতি কার্যকর হয়।
মঙ্গলবার সেনাদের ফেরত পাঠানোর কথা ছিল, কিন্তু থাইল্যান্ড যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হস্তান্তর বিলম্বিত করে। যদিও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে কম্বোডিয়া।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় কর্মরত দাতা গোষ্ঠীর কার্যক্রম স্থগিতের হুঁশিয়ারি ইসরাইলের
ইয়েমেনে জরুরি অবস্থা, ইউএইর সঙ্গে নিরাপত্তা চুক্তি প্রত্যাহার