আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরো ৩ ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস

আমার দেশ অনলাইন

আরো ৩ ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরো তিন ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, রোববার সন্ধ্যায় হামাস তিন ইসরাইলি জিম্মির লাশ আন্তর্জাতিক রেড ক্রস কমিটিন (আইসিআরসি) কাছে হস্তান্তর করে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘রেডক্রসের মাধ্যমে ইসরাইল তিন মৃত জিম্মির কফিন গ্রহণ করেছে। যেগুলো গাজায় থাকা প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিনবেতের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলোর পরিচয় শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস ২০ জন ইসরাইলি বন্দিকে জীবিত মুক্তি দিয়েছে। এছাড়া ২৮ জিম্মির মধ্যে ১৯ জনের লাশ হস্তান্তর করেছে। তবে ইসরাইল দাবি করেছে যে সব লাশ তাদের তালিকাভুক্ত জিম্মিদের সাথে মেলেনি।

হামাস বলেছে গাজায় দুই ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে লাশ হস্তান্তর প্রক্রিয়ায় সময় প্রয়োজন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে ইসরাইল প্রায় ৬৯ হাজার মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এসব হামলায় আহত হয়েছে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন