আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
ছবি: বার্তা সংস্থা এপি

যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং গাজায় স্থিতিশীলতা আনতে সহায়তা করতে যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে গাজায় ২০০ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এপির।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক বিবৃতিতে বলেছেন, ‘দু’শো মার্কিন সেনাকে শান্তি চুক্তি পর্যবেক্ষণের দায়িত্ব দেয়া হবে এবং তারা অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সাথে কাজ করবে।’

বিজ্ঞাপন

এই সেনারা যুদ্ধবিরতি চুক্তির যাতে কোনো লঙ্ঘন না হয় তা নিশ্চিত করার জন্য পর্যবেক্ষক হিসেবে কাজ করবে।

মার্কিন দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এই ২০০ সেনা টাস্কফোর্সের মূল অংশ হবে। সেখানে মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক ও সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন।

মিশরে শান্তি আলোচনার তৃতীয় দিন বুধবার ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে চুক্তি করে হামাস ও ইসরাইল।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৬৭ হাজার ১৯৪ জন নিহত নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৯০ জন। ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরাইলে মোট এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...