আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলের চারটি স্থানে হুথিদের ড্রোন হামলা

আমার দেশ অনলাইন

ইসরাইলের চারটি স্থানে হুথিদের ড্রোন হামলা
ছবি: আরব নিউজ

ইসরাইলের চারটি স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ ও বিরসেবায় মঙ্গলবার এ হামলা চালানো হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় চীনের বার্তা সংস্থা সিনহুয়া।

হুথি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সংগঠনটিরে সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ছয়টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে জানানো হয়। সফলভাবে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সারিয়া বলেন, ‘গণহত্যা, অনাহার এবং বাস্তুচ্যুতির মাধ্যমে ফিলিস্তিনিদের নির্মূল করার ইসরাইলি পরিকল্পনার জবাবে এই হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরাইলের হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুথি। তবে হামলার বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুথি বাহিনী ফিলিস্তিনিদের সঙ্গে সংহতির কথা উল্লেখ করে ইসরাইলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে। তবে বেশিরভাগ হামলাই বাধাগ্রস্ত হয়েছে। প্রতিক্রিয়ায়, ইসরাইল ইয়েমেনের বন্দর এবং অন্যান্য অবকাঠামোতে ধারাবাহিক হামলা চালিয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় অন্তত ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণপ্রত্যাশী। এ সময় ৫১৩ ফিলিস্তিনি আহত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন