সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় ৪৬ শিশুসহ ১১৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ করদোফান রাজ্যের কালোগি এলাকার একটি প্রাক-প্রাথমিক স্কুল ও অন্যান্য স্থানে এ হামলা চালানো হয়।
শনিবার কালোগি এলাকার নির্বাহী পরিচালক আলজাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
সরকার-সমর্থিত সুদানি সশস্ত্র বাহিনীর (এসএএফ) দুটি সামরিক সূত্র আলজাজিরাকে জানিয়েছেন, আরএসএফ গত বৃহস্পতিবার কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছিল। সেখানে সহায়তা করতে আসা বেসামরিক লোকজনকেও পরে হত্যা করা হয়।
সূত্র জানিয়েছে, কারদোফান শহরের হাসপাতাল এবং একটি সরকারি ভবনেও বোমা হামলা চালানো হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে হতাহতের খবর প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সুদানে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে বলেছেন, ‘স্কুলে শিশুদের হত্যা করা, শিশু অধিকারের ভয়াবহ লঙ্ঘন।’
তিন সব পক্ষকে ‘অবিলম্বে এই আক্রমণ বন্ধ করার এবং মানবিক সহায়তার জন্য নিরাপদ, বাধাহীন প্রবেশাধিকার’ নিশ্চিতের আহ্বান জানান।


যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাত্রার ভূমিকম্প