ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুরে অভিযান চালিয়ে ১ কোটি ৫৫ লাখ টাকা দামের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি ও জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটলিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বিকেল ৫টার দিকে পুরোনো কাগজের কার্টনভর্তি একটি ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় বিপুল পরিমাণ পণ্য জব্দ করে।
পণ্যগুলোর মধ্যে ছিল কসমেটিকস, শাড়ি ও জিরা । পণ্যগুলোর আনুমানিক দাম ১ কোটি ৫৫ লাখ টাকা। জব্দকৃত পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

