আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উঠান বৈঠকে হাসনাত আবদুল্লাহ

‘দেড় বছরও পেরোয়নি—অথচ কত দম্ভ’, মির্জা আব্বাসের উদ্দেশে হাসনাত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

‘দেড় বছরও পেরোয়নি—অথচ কত দম্ভ’, মির্জা আব্বাসের উদ্দেশে হাসনাত
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

দেড় বছর আগেও বিএনপি নেতা মির্জা আব্বাস বোরকা পরে আদালতে হাজিরা দিতেন বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর শাকতলা এলাকায় এনসিপির নির্বাচনি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একজন বিএনপি নেতা বলেছেন, তারা নারীদের ছায়া বা বোরকা খুলে ফেলবে। অথচ তাদেরই নেতা মির্জা আব্বাস দেড় বছর আগেও বোরকা পরে কোর্টে হাজিরা দিতেন। তিনি আরো বলেন, দেড় বছরও পেরোয়নি, অথচ কত দম্ভ! আজ তাদের অবস্থান পাল্টেছে। এখন ডাক দিলে মানুষের অভাব হয় না, প্রচুর লোক জড়ো হয়।

বিজ্ঞাপন

বক্তব্যের একপর্যায়ে তিনি ‘জুলাইযোদ্ধা’ আবু বকরকে পাশে দাঁড় করিয়ে বলেন, এদের মতো জুলাইযোদ্ধারাই বাকশক্তি হারিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের বাকশক্তি ফিরিয়ে দিয়েছে। অথচ তাদের খোঁজখবর নেওয়ার প্রয়োজন কেউ মনে করেনি। তিনি অভিযোগ করেন, আবু বকরসহ যেসব আন্দোলনকারী বাকশক্তি হারিয়েছেন, সে বিষয়গুলো নিয়েও এখন কাউকে কথা বলতে শোনা যায় না।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আবু বকররা যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিলেন, জুলাই শহীদ মাইনুদ্দিনরা যে কারণে জীবন দিয়েছে, সিই ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের বিষয়গুলো নিয়েও আজ নীরবতা লক্ষ করা যাচ্ছে। উল্লেখ্য, ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব বক্তব্য দেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন