চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত দুই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি করেছে নিহতদের পরিবার। একই সাথে ভারতীয় মিডিয়ার নিহতের পরিচয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ ইব্রাহিম জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে।
নিহতরা হলেন,পুঠিয়া উপজেলার পশ্চিম কান্দ্রা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আবু হানিফ (২৩), স্ত্রী মোছা. ফাতেমা খাতুন (১৯) ও শালিকা মোছা. বিথী খাতুন (১৫)। পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি -৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তে চোরাচালান বন্ধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।
সেলিম রেজা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত যুবদল নেতা রঞ্জু এবং ২০১৪ সালে নিহত ইউনিয়ন যুবদল নেতা জবান আলী হত্যা মামলার আসামি। সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। এলাকায় আসার পর স্থানীয় জনতা তাকে ধরে মারধর করার পর পুলিশের হাতে তুলে দিয়েছে।