পথ ধরে হেঁটে চক ফরিদের দিকে যাচ্ছিলেন ফাহিম। এ সময় বিপরীত থেকে আসা কয়েকজন ছেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন মোশারফ। বিজিবি চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি পাথরভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদ্য জেলা যুবদল নেতার কাণ্ড
মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কে এম, এ জোবায়ের, মো. সেলিম রেজা, মো. রাসেল, রনি মুন্সি, মো. এহতেশাম, মো. নিন্টু, উজ্জল হোসেন, মো. রাজা, আবু বক্কার, কুদরত ই খুদা বাবু ও টিটু।
অভিভাবক তাহেরা বেগম বলেন যে, স্কুলে বাচ্চা রেখে আমরা এখানে বসতাম। গাছের ছায়া লাগত। এখন তা শূন্য শূন্য লাগছে। টিফিন পিরিয়ডে স্কুলের শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করছেন। যা বিপজ্জনক হতে পারে।
মামলায় তৎকালীন ছাত্রদল নেতা ও ঈশ্বরদী পৌর বিএনপির নেতা জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান বলেছেন, ভারত তার গরু রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ ও মুসলমানকে নিপীড়ন করে আসছে। তার প্রতিবাদেই আমাদের এই জিয়াফত কার্যক্রম।
কার্যালয়ে ঢুকতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার। এ নিয়ে দুই গ্রুপের হাতাহাতি, ধাওয়া পালটা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে সারোয়ারসহ ২০ জন আহত হন।
মজিব ম্যুরাল ভাঙচুর
নওগাঁর মান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে মান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মজিব ম্যুরাল ও অফিসের কিছু অংশ ভেঙ্গে গুড়িয়ে দিয়ে গণশৌচাগার সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে।
হাইব্রিড হিসেবে আখ্যায়িত করা হয়েছে আরও কয়েকজনকে। তারা হলেন- সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, সহ-কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স ও সহ-আইনবিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান জিতু। তারা বিগত দিনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছবি ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
ভোরে রঘুনাথপুর সীমান্তে কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ পাঁচ-ছয়জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বারিকুলকে আটক করে বিএসএফ সদস্যরা। হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপর লাশ ফেলে দেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে ভারতে আত্মগোপনে চলে যান সাবেক এই মেয়র। ৫ আগস্টও এ বাড়িতে হামলা চালানো হয়।
মিছিল নিয়ে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে শেখ হাসিনার নামফলক ভেঙে দেন বিক্ষুব্ধরা। রাত ৮টার দিকে শহরের টেম্পল রোডে থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেন তারা।
বনার ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর নাজমুল হুদাকে মারধর করেছেন অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গুড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত রিসোর্স সেন্টারে এই ঘটনা ঘটে।
বাড়ি থেকে ভ্যানে করে বাজারে যাচ্ছিলেন আসলাম। কেজি স্কুল গেটের সামনে পৌঁছালে তাদের ভ্যানকে ধাক্কা দেয় বগুড়াগামী একটি বাস। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
চোখের কাপড় তুলে দেখি আমি পাবনা র্যাব অফিসে। তখন বুঝলাম আমাকে র্যাব তুলে এনেছে। পাবনা কার্যালয়ে আটকে রাখে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যার পর পাবনা থেকে ঢাকায় র্যাব-১ কার্যালয়ে নেয়া হয়। সেখানে ছোট্ট একটা ঘরে রাখা হয়। যেন আয়নাঘরের মতো। কোনো দিকে হাত-পা নাড়াচাড়া করা যেতো না। একজন মানুষ শুয়েও থাকা যায়
বুলডোজার দিয়ে পাবনার ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক ভেঙে দেয়া হয়েছে।