ঢাকামুখী কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় দুই ঘণ্টা ধরে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি মাধবপুরের ইটাখোলা স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়। ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে।
এ বিষয়ে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে কালনী এক্সপ্রেসটি বিকল অবস্থায় দাঁড়িয়ে আছে।
ইঞ্জিন বিকলের কারণে ট্রেনের যাত্রীরা দীর্ঘ সময় স্টেশনে আটকে পড়েন এবং চরম ভোগান্তির শিকার হন। রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধারকারী ট্রেন পৌঁছালে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

